ফালাকাটা, ১ জানুয়ারিঃ বর্ষবরণের রাতে এক রেল আধিকারিকের প্রাইভেট গাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে ফালাকাটা রেল স্টেশন চত্বরে ঘটনাটি ঘটে। এতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বংশীলাল কর্মকার রেলওয়েতে সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ার পদে কর্মরত। জানা গিয়েছে, গতরাতে স্টেশন চত্বরে রেল কোয়ার্টারের সামনে গাড়িটি পাকিং করে বংশীলালবাবু আবাসনে ঢোকেন। রাত ১০টা নাগাদ তিনি নৈশ্যভোজ সেরে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ৩টা নাগাদ কোয়ার্টারের সহকর্মীর চিত্কার শুনে তিনি বাইরে বেরিয়ে দেখেন, তাঁর গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে ততক্ষণে গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর ঘটনাস্থলে যায় ফালাকাটা থানার পুলিশ।
ঘটনায় সোমবার দুপুরে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেন বংশীলালবাবু। তিনি জানান, গতকাল বর্ষবরণের রাতে রেলের গ্রুপ ডি-র দুই কর্মী কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে পিকনিকের আসর বসিয়েছিলেন। তারা এই ঘটনায় জড়িত থাকতে পারেন। কিছুদিন আগে ওই দুই রেল কর্মী তাঁকে হুমকি দিয়েছিলেন বলেও জানান তিনি। ওই দুই রেল কর্মীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন বংশীলালবাবু। এদিকে, এমন ধরনের ঘটনায় স্টেশন চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফালাকাটা থানার আইসি বিনোদ গজমের।
সংবাদদাতাঃ সুকমল ঘোষ
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ClorE8
January 01, 2018 at 07:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন