ঢাকা, ১১ জানুয়ারি- না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের আরেক প্রবীণ ও খ্যাতিমান অভিনেতা সিরাজ হায়দার। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে রাজধানীর কল্যাণপুরে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দেশের অভিজ্ঞ এই অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ সিরাজ হায়দারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ ৫৫ বছরেরও বেশি সময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ক্যারিয়ারে ইতিবাচক ও নেতিবাচক দুই ভূমিকাতেই অভিনয় করেছেন তিনি। সিরাজ হায়দারের অভিনয়ে হাতেখড়ি হয় ১৯৬২ সালে। ওই বছরের ১৪ আগস্ট পূর্ব পাকিস্তান জাতীয় দিবস উপলক্ষ্যে নির্মিত টিপু সুলতান নাটকে করিম শাহ চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। সে সময় নবম শ্রেণির ছাত্র ছিলেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর চলচ্চিত্র পরিচালক আবদুল্লাহ আল মামুনের সহকারী হিসেবে জল্লাদের দরবার নামের একটি ছবিতে কাজ শুরু করেন সিরাজ হায়দার। তার অভিনীত প্রথম ছবির নাম সুখের সংসার। নারায়ন ঘোষ মিতা পরিচালিত ওই ছবিতে তিনি খলচরিত্রে অভিনয় করেন। ৫৫ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি যাত্রা, মঞ্চ, রেডিও, টেলিভিশন এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে তিনি মূলত চলচ্চিত্রের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। বহু বাংলা ছবিতে সুনামের সঙ্গে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি দুটি ছবি তিনি পরিচালনাও করেছেন। সদ্য প্রয়াত অভিনেতার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন তার ছেলে লেলিন হায়দার। সূত্র:ঢাকাটাইমস২৪ এমএ/১০:২০/১১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CZjksV
January 11, 2018 at 04:33PM
11 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top