আপত্তি ছিল, আপত্তি থাকুক–অর্থমন্ত্রী

সুরমা টাইমস ডেস্ক:: সংশোধিত ব্যাংক কোম্পানি আইন নিয়ে বিভিন্ন পর্যায়ে সমালোচনার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আপত্তি ছিল, আপত্তি থাকুক। যখন আইন করা হয় তখন তো অনেকেরই আপত্তি থাকে।’

গতকাল মঙ্গলবার সচিবালয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বেসরকারি ব্যাংকে একই পরিবারের দুজনের পরিবর্তে চারজন সদস্যকে পরিচালক করার বিধান রেখে ‘ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন’ এর খসড়া ইতোমধ্যে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার এটি পাসের জন্য বিল আকারে সংসদ অধিবেশনে উঠছে।

পার্লামেন্টে সংশোধিত ব্যাংক কোম্পানি আইন কি উঠছে- সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘হ্যাঁ আমি যাচ্ছি।’

এ আইনটি নিয়ে অনেকের আপত্তি ছিল। এটা কি পাস হয়ে যাবে- এর জবাবে মুহিত বলেন, ‘হ্যাঁ, নিশ্চয়ই পাস করব। ক্যাবিনেট পাস করে দিয়েছে, আই হ্যাভ টু পাস ইট।’

এ আইন হলে তো পরিবারের কর্তৃত্ব বাড়বে- এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পরিবারের কর্তৃত্ব বাড়বে? এখন তো পুরো পরিবার কন্ট্রোল করে। আমার তো মনে হয় স্পেসিফিক করছি।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rgw0H9

January 17, 2018 at 06:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top