স্বপ্নের ছবির জন্য ১০ বছর অন্য সমস্ত কাজ শিকেয় তুলতে চলেছেন আমির খান। মাসখানের ধরেই চর্চা চলছিল, বড়পর্দায় ব্যাসদেবের মহাভারত-কে নিয়ে আসছেন মিস্টার পারফেকশনিস্ট। সেই জল্পনাতেই এবার শিলমোহর দিল ওয়েব সাইট স্পটবয়। তাদের প্রতিবেদনের দাবি, মহাভারতের প্রিপ্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরেই মহাভারত বানানোর স্বপ্ন দেখছেন আমির খান। তবে মহাভারতের মতো মহাকাব্যকে পর্দায় আনা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই নিচ্ছেন আমির। পাঁচটি পর্বে রিলিজ হবে মহাভারত। ছবি তৈরি করতে লাগবে ১০ বছর। আরও পড়ুন:রাস্তায় প্রিয়াঙ্কাকে ঘনিষ্ঠ চুম্বন বর্তমানে ঠগস অব হিন্দোস্তান ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আমির খান। এটিই সম্ভবত মহাভারতের আগে আমিরের শেষ ছবি। তা আরও নিশ্চিত করেছে আমিরের একটি সিদ্ধান্ত। রাকেশ শর্মার বায়োপিক ছেড়ে দিয়েছেন বলিউডের সুপারস্টার। সূত্রের খবর, মহাভারতের প্রিপ্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছবির প্রযোজনায় থাকবেন আমির খান। জল্পনা ছিল, কৃষ্ণের ভূমিকায় অভিনয় করতে পারেন আমির খান। তবে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। শোনা যাচ্ছে, আমির খান এখনও দোটানায়। যেকোনও চরিত্র নিয়ে আমির কতটা খুঁতখুঁতে, তা বলাই বাহুল্য। গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করলে ১০ বছর লেগে যাবে। সেক্ষেত্রে অন্য কোনও ছবিতে অভিনয় করতে পারবেন না তিনি। সেটা কেরিয়ারের পক্ষে কতটা মঙ্গলজনক হবে, তা নিয়ে সংশয়ে তিনি। এর পাশাপাশি মহাভারতের মতো বড় প্রকল্পে প্রোডাকশন ও অভিনয়ে একসঙ্গে মনোনিবেশ করা কতটা সম্ভব, তাও আমিরের ভাবনাচিন্তায় রয়েছে। মহাভারত নিয়ে কাজ করতে চাইছিলেন বাহুবলীর পরিচালক এসএস রাজামৌলি। তবে তিনি আপাতত এই কাজে হাত দিচ্ছেন না বলে জানিয়েছেন। সম্ভবত আমির মহাভারত করতে চাইছেন বলেই রাজামৌলি পিছিয়ে এসেছেন বলে মনে করছেন বলিউড বিশেষজ্ঞরা। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১২:৪৮/১৯ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mUd9Nm
January 19, 2018 at 08:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন