ঢাকা, ০৯ জানুয়ারি- চিত্রনায়িকা শাবনুরের সর্বশেষ ছবি পাগল মানুষ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১২ জানুয়ারী শুক্রবার। ছবিটিতে শাবনুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাহের খান। ছবিটি একযোগে সারা দেশে মুক্তি দেওয়া হবে। এ ছবির পরিচালক ছিলেন প্রয়াত এম এম সরকার। সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর ছবিটির মুক্তির এই তারিখ ঘোষণা করা হয়। এ সম্পর্কে চিত্রনায়িকা শাবনুর বলেন, এটি একটি ভালো গল্পের ছবি। মান্নান আঙ্কেল অনেক যত্ন দিয়ে ছবিটি তৈরি করেছেন। কিন্তু তিনি এর কাজ শেষ করার আগেই পৃথিবী ছেড়ে চলে যান। তাই দীর্ঘ দিন এর কাজ নিয়ে কিছুটা জটিলতা ছিল। এখন মুক্তি পাচ্ছে। দর্শক অনেক দিন পর আমার একটি ছবি দেখতে পাবে। আমি আমার ভক্তদের এবং সবাইকে বলবো আপনারা ছবিটি হলে গিয়ে দেখবেন। শাহের খান বলেন, আমি এই ছবিতে ভালো অভিনয় করার চেষ্টা করেছি। খোকন ভাই আমাকে ছবির গল্পের সঙ্গে গড়ে তুলেছেন। সেভাবে সাজিয়েছেন। আমি চেষ্টা করেছি। আপনারা ছবিটি দেখবেন। ছবির পরিচালক এম এম সরকার হঠাৎ করেই ২০১২ সালের ২৯ ডিসেম্বর `পাগল মানুষ` ছবির শ্যুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর দীর্ঘ দিন ছবিটির কাজ বন্ধ ছিল। প্রায় চার বছর পর এম এম সরকারের সহকারী পরিচালক বদিউল আলম খোকন ছবিটির কাজ শেষ করার দায়িত্ব নেন। তার সার্বিক তত্তাবধানে ও ছবির নায়ক শায়ের খানের প্রচেষ্টায় এখন ছবিটি মুক্তি পাচ্ছে। আরও পড়ুন: সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে ডন কী বললেন? (ভিডিও সংযুক্ত) শাবনুর, শাহের খান ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন বিপাশা কবির, সাদিয়া আফরিন, মিশা সওদাগর, রেহানা জলি, ইলিয়াস কোবরা, ডন আসিফ ইকবাল, কাবিলা, শিবা সানু, সিরাজ হায়দার, মৌসুমী সরকারপ্রমুখ। এআর/১১:৫৮/০৯ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CUeuOi
January 09, 2018 at 05:58PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন