দিল্লি, ১৫ জানুয়ারিঃ ৭০তম সেনা দিবসে অফিসার ও জওয়ানদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাষ্ট্রপতির টুইট, ‘সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর সাহসী সেনাকর্মী, অবসরপ্রাপ্ত সদস্য ও তাঁদের পরিবারের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের দেশের গর্ব, আমাদের স্বাধীনতার প্রহরী। আপনারা সদাজাগ্রত এবং সদাসতর্ক রয়েছেন জেনেই দেশবাসী নিরাপদে ঘুমোয়।’
প্রধানমন্ত্রী টুইট করেন, ‘সেনা দিবসে আমি জওয়ান, অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিবারের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রতি প্রত্যেক ভারতীয়র অটল আস্থা আছে। দেশবাসী আপনাদের জন্য গর্বিত। আপনারা দেশ রক্ষা করেন। আমাদের সেনাবাহিনী সবসময় দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যে মহান ব্যক্তিরা দেশের জন্য কর্তব্য করতে গিয়ে প্রাণ বলিদান দিয়েছেন, তাঁদের কুর্ণিশ জানাই। ভারত কোনওদিন আমাদের বীর নায়কদের ভুলবে না।’
টুইটের পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানইয়াহুকে সঙ্গে নিয়ে গিয়ে আজ তিনমূর্তি ময়দানে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ সেনা দিবসে টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেনা জওয়ানদের স্যালুট জানান।
১৯৪৯ সালে জেনারেল স্যার ফ্রান্সিস বুচারের বদলে ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার-ইন-চিফ হন। সেই ঘটনাটিকে স্মরণ করেই প্রতি বছর ১৫ জানুয়ারি দিনটিকে সেনা দিবস হিসেবে পালন করা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DetRS0
January 15, 2018 at 02:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন