নিজস্ব প্রতিবেদক: সিলেটের আদালতপাড়ায় দুই সাংবাদিকের ওপর হামলায় এবার ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়েছেন সিলেটের পাঁচ সাংবাদিক সংগঠন।
সোমবার (২৯ জানুয়ারি) রাতে জিন্দাবাজারস্থ ইমজা কার্যালয়ে আয়োজিত যৌথসভায় এই সিদ্ধান্ত নেন নেতারা।
নিন্দনীয় এ হামলার ঘটনার চারদিন পেরিয়ে যাওয়ার পরও হামলাকারীদের বিরুদ্ধে সিলেটে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনোও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করায় সভায় সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সম্মান জানিয়ে সভায় সাংবাদিক নেতাদের তাৎক্ষণিকভাবে কঠোর কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে প্রধানমন্ত্রীর সফরের পরপরই পাঁচটি সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে এ ঘটনায় সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।
ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইমজার সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক দ্বিগেন সিংহ ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শংকর দাশ প্রমুখ।
গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের ভবনের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নিরানন্দ পাল ও মামুন হাসানের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুর করে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর অনুসারীরা।
একটি হত্যা মামলায় হাজিরা দিতে আসা লিয়াকত আলীসহ ৩০ জনেরর জামিন নামঞ্জুর হলে তাদের ছবি ও ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হন এ দুই সাংবাদিক।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BEmkWD
January 30, 2018 at 01:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন