রাজগঞ্জ, ১৩ জানুয়ারিঃ পথদুর্ঘটনায় আহত হলেন অ্যাম্বুলেন্সে থাকা পাঁচ জন। ঘন কুয়াশা থাকার ফলে কম দৃশ্যমানতা থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কুয়াশার সুযোগ নিয়ে ঘাতক গাড়িটি পালিয়ে যায়।
আজ সকাল সাড়ে ৬ টায় দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ ডি জাতীয় সড়কের পানিকৌরিতে। আহতরা উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার সামেদ আলি, আলতাব হোসেন, সুব্রত রায়, মহাকাল এবং জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির বিপ্লব রায়। সুব্রত রায় অ্যাম্বুলেন্সের চালক। বিপ্লবের অবস্থা আশঙ্গকাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভরতি রয়েছেন।
জানা গিয়েছে, অ্যাম্বুলেন্সের চালক পাঞ্জিপাড়া থেকে রোগী নিয়ে কোচবিহার গিয়েছিলেন। ফেরার পথে রাস্তা থেকে চার জন যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। পানিকৌরিতে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। তবে ঘটনাস্থলে কোনো প্রাণহানি হয়নি। ঘটনাটি ওই সময় টহলদারি পুলিশ কর্মীদের নজরে পড়ে। পুলিশ কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ।
সংবাদদাতাঃ রণজিৎ বিশ্বাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2D6onIK
January 13, 2018 at 04:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন