রিয়াদ, ১১ জানুয়ারি- সৌদি আরবের রিয়াদে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম দেওয়ান নাঈম হোসেন (৩০)। তিনি সৌদি আরবে লরি চালানোর কাজ করতেন। নিহত নাঈম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া দেওয়ানপাড়া এলাকার মৃত দেওয়ান আবদুস সালামের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে নাঈম হোসেনের বন্ধু লাল মিয়া রাজু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংসার জীবনে দেড় বছরের এক ছেলে সন্তানের জনক নাঈম। প্রায় ছয় মাস আগে পারিবারিক অভাব-অনটন পূরণের জন্য সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান। সেখানে একটি হোটেলে কিছুদিন কাজ করার পর চাকরি নেন লরি চালক হিসেবে। সেখানে কর্মরত অবস্থায় গতকাল বিকেল ৩টার দিকে রিয়াদে লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নাঈম। লরি উল্টে গিয়ে গুরুতর আহন তিনি। হাসপাতালে নেওয়ার পর স্থানীয় সময় রাত ১১টার দিকে নাঈমের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নাঈমের নিহত হওয়ার খবর আজ সকালে রিয়াদ থেকে মুঠোফোনে নাঈমের বন্ধু আল মামুন তাঁর পরিবারকে জানান। এ খবর শোনার পর থেকে নাঈমের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আরও পড়ুন: ট্যাক্স দিতে হবে না সৌদি প্রবাসী শ্রমিকদের! নাঈমের মরদেহের অপেক্ষায় এখন সময় গুনছেন নাঈমের মা, স্ত্রী, বোনসহ অন্যান্য স্বজনরা। তথ্যসূত্র: এনটিভি অনলাইন এআর/২০:৩৮/১১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2D3Hx11
January 12, 2018 at 02:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top