প্রত্যাশার মাত্রাটা একটু বেশিই থাকে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে। কিন্তু সমস্যা তিন নম্বর পজিশন নিয়ে। এই পজিশনেই সবচেয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। গত চ্যাম্পিয়নস ট্রফিতে ইমরুল কায়েস ও সাব্বির রহমান এই পজিশনে খেললেও তারা খুব একটা সফল্য পাননি। তিন নম্বর পজিশনে খেলেছেন মাহমুদউল্লাহও। অবশ্য আগামীকাল সোমবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে এই পজিশনে খেলবেন সাকিব আল হাসান। ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিন নম্বর পজিশনকে এত গুরুত্ব দেওয়ার কারণটাও পরিষ্কার। অনেক সময় ওপেনিং ব্যাটসম্যান আউট হয়ে গেলে এই পজিশনের ব্যাটসম্যানকেই অনেকটা ওপেনারের ভূমিকায় মাঠে নামতে হয়। সাকিবকে খেলানোর ব্যাপারে সুজন বলেন, আমরা অভিজ্ঞ কাউকেই এই পজিশনে চাইছিলাম , সেক্ষেত্রে সাকিবই যোগ্য। সাকিব তিন নম্বর পজিশনে খেলার কারণে মাহমুদউল্লাহ খেলবেন পাঁচ নম্বরে। সাকিবের অবশ্য তিন নম্বর পজিশনই পছন্দ। টি-টোয়েন্টিতে তিন নম্বরেই মাঠে নামেন তিনি। সাকিবের কথা জানালেও অবশ্য প্রথম একাদশ প্রকাশ করেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আরও পড়ুন: কোহলির মুখে খারাপ শব্দ ধরা পড়ল ক্যামেরায়! সম্ভাব্য বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও সাইফউদ্দিন। এই বিভাগের সকল সংবাদ পড়তে এখানে ক্লিক করুন এআর/১০:৪৬/১৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2B0ykSd
January 15, 2018 at 04:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top