
বিশ্বনাথে স্বামীর হাতে খুন হওয়া দুই সন্তানের জননী লুবনা বেগমের জানায়ার নামাজ শনিবার ২৭ জানয়ারী দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামে বিকেল ২টায় কাদিপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে লুবনা বেগমকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রসঙ্গত : ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিশ্বনাথ সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত: জহুর আলীর পুত্র হেলাল মিয়া তার স্ত্রী লুবনা বেগমকে (দুই সন্তানের জননী) খুন করেন।

from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rIIeIS
January 27, 2018 at 05:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.