লালাপাড়ায় সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়ায় বাসের ধাক্কায় বুধবার অটোরিক্সা থেকে ছিটকে পড়ে ফাহিমা বেগম (২৫) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। নিহত ফাহিমা শিবগঞ্জ উপজেলার রসিকনগরের মাসুদ রানার স্ত্রী।
নিহতের স্বামী মাসুদ রানা জানান, সকালে ব্যাটারীচালিত অটোরিক্সা করে চাঁপাইনবাবগঞ্জ শহরে যাবার পথে লালাপাড়া এলাকায় ঢাকাগামী একটি নৈশকোচের ধাক্কায় তাঁদের বহনকারী অটোরিক্সাটি উল্টে যায়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরতর আঘাত পান আমার স্ত্রী ফাহিমা। দ্রুত তাঁকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনোযার হোসেন ফাহিমাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাবের রেজা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ অভিমুখে যাওয়া আরপি পরিবহনের একটি বাস বিপরীতদিক থেকে আসা একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হন অটোরিক্সাযাত্রী ফাহিমা। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটিকে আটক করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০১-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2Dftza8

January 10, 2018 at 04:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top