সুরমা টাইমস ডেস্ক ঃঃ ভোলার নর্থ-১ গ্যাস ক্ষেত্র থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে বাপেক্স এ উত্তোলন কাজ শুরু করে।
বাপেক্স প্রকল্প পরিচালক বজলুল রহমান জানান- মাটির ৩ হাজার ৩৪৮ ফুট নিচে গ্যাসের সন্ধান মিলেছে। সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়। এ কূপে ৬শ’ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।
এর আগে ৯ ডিসেম্বর ভোলা সদরের ভেদুরিয়া এলাকায় নর্থ-১ কূপে খনন কাজ শুরু করা হয়। চলতি মাসের ১৫ জানুয়ারি গ্যাসের সন্ধান পায় বাপেক্স।
ভোলার শাহবাজপুরে গ্যাস আবিষ্কারের পর ৪টি কূপ খনন করা হয়। সেখানকার ২টি কূপ থেকে প্রতিদিন ৪০-৪২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন চলছে।
এছাড়া শাহবাজপুর ইস্ট-১ নামের অপর একটি কূপ থেকেও ডিসেম্বরে গ্যাসের সন্ধান মেলে।
বাপেক্স জানায়- শাহবাজপুর, শাহবাজপুর ইস্ট-১ ও নর্থ-১ মিলিয়ে ভোলায় মোট গ্যাসের মজুদ রয়েছে ১ হাজার ৫০০ বিলিয়ন ঘনফুট।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Gna8Ny
January 27, 2018 at 02:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন