ঢাকা, ১১ জানুয়ারি- আগামী ১৫ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ। মূল সিরিজ শুরুর আগে ১৩ জানুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশ ও জিম্বাবুয়ের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এই ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রথমে জিম্বাবুয়ে দলের ঢাকায় পৌঁছানোর কথা ছিল ১০ জানুয়ারি। কিন্তু ওই সময়ে তারা আসেনি। এরপর জানা গেল তারা ১১ জানুয়ারি আসবে। সেটাও হচ্ছে না। শেষমেশ আগামী ১২ জানুয়ারি (শুক্রবার) বিকাল পাঁচটায় জিম্বাবুয়ে দল ঢাকায় পৌঁছাবে বলে বিসিবি সূত্রে জানা গেছে। তবে, জিম্বাবুয়ে দল নাকি এক সঙ্গে আসছে না। তারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে আসবে। সেক্ষেত্রে ১২ জানুয়ারি এসেই ১৩ জানুয়ারি জিম্বাবুয়ে দল কীভাবে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে সেটি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আরও পড়ুন: মাশরাফি-ইমরুলের পর ইনজুরিতে রুবেল আগামী সোমবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের। সিরিজে অপর দলটি হচ্ছে শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজটি শেষ হবে আগামী ২৭ জানুয়ারি। এরপর দুইটি টেস্ট ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এআর/১১:২০/১১ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FmGjMF
January 11, 2018 at 05:19PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন