জলপাইগুড়ি, ১৬ জানুয়ারিঃ জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের ভেতর থেকে মিলল বেশ কয়েকটি মোবাইল ফোন। মঙ্গলবার এআইজি কারা কল্যাণ কুমার প্রামানিকের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ পরিদর্শনে সময় তিনি নিজে হাতে ২৫টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করলেন। একইসঙ্গে সংশোধনাগারের ভেতর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪০০ গ্রাম ওজনের গাঁজা। এই ধরণের সামগ্রী সংশোধনাগারের ভেতর থেকে উদ্ধার হওয়ায় নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠছে। কর্মীদের একাংশের মদতেই সংশোধনাগারের ভেতর মোবাইল পৌঁছে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন কল্যাণ কুমার প্রামানিক। উদ্ধার হওয়া মোবাইল সহ যাবতীয় জিনিস নিয়ে একটি রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FO04NC
January 16, 2018 at 11:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন