বেঙ্গালুরু, ২৮ জানুয়ারি- অবশেষে একদম সস্তায় আইপিএলে বিক্রি হলেন গেইল। নিলামে তৃতীয়বার নাম উঠার পর ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে তাকে দলে নিলো কিংস ইলেভেন পাঞ্জাব। গত কয়েক আসর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠ মাতালেও এবার নতুন দলের হয়ে মাঠ মাতাবেন তিনি। ব্যাঙ্গালোরে গতকাল শুরু হয় আইপিএল এর ১১তম আসরের খেলোয়াড় নিলাম। নিলামের প্রথম দিন গেইল অবিক্রিত থাকেন। অনেকেই হয়তো অবাক হয়েছিলেন। যাকে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় সেই গেইলই আইপিএলে খেলবেন না! তবে, অবশেষে তিনি আইপিএলে খেলতে চলেছেন। আজ শেষ বিকালে তৃতীয়বারের মতো গেইলের নাম তোলা হয় নিলামে। একমাত্র কিংস ইলেভেন পাঞ্জাবই তাকে কেনার আগ্রহ দেখায়। তাই ভিত্তি মূল্যেই গেইলকে দলে পেয়ে যায় প্রীতি জিনতার দল। আরও পড়ুন: আইপিএল নিলামে কেকেআর টেবিলে কে এই সুন্দরী! ক্রিস গেইল টানা কয়েকটা সিজন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে খেলেছেন। কিন্তু গত আইপিএলে তেমন একটা ভালো পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন এ হার্ড হিটার ব্যাটসম্যান। তিনি এমনিতেই উইন্ডিজ দলেও নিয়মিত নয়। আসলে মাঠের বাজে পারফরমেন্সের পাশাপাশি কিছু বিতর্কও ছিল তার নামের পাশে। সর্বশেষ বিপিএলে রংপুরকে বলতে গেলে একাই সামনে থেকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। সূত্র: বিডি২৪লাইভ আর/১০:১৪/২৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FplZcZ
January 29, 2018 at 05:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top