হঠাৎ নিখোঁজ প্রবীণ তোগাড়িয়া, উদ্ধার অচৈতন্য অবস্থায়

নয়াদিল্লি, ১৬ জানুয়ারিঃ সোমবার সকাল থেকেই হঠাৎ নিখোঁজ হয়ে ‌যান বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কা‌র্যকরি সভাপতি প্রবীণ তোগাড়িয়া। দীর্ঘক্ষণ খোঁজখবরের পর অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় আহমেদাবাদের শাহিবাগ এলাকা থেকে। এর পর তাঁকে ভরতি করা হয় আহমেদাবাদের চন্দ্রামনি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, রক্তে শর্করার মাত্রা অনেকটাই নেমে গিয়েছিল ভিএইচপি নেতার। তাই তিনি অসুস্থ হয়ে পড়েন। আপাতত অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তাররা।

জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান তোগাড়িয়া। নিখোঁজ হতেই শুরু হয় তোলপাড়। সোমবার বেলা এগারোটা নাগাদ আহমেদাবাদের ভিএইচপির কা‌র্যালয় থেকে একটি অটো নিয়ে বেরিয়ে ‌যান তিনি। এরপর আর খোঁজ মেলেনি।

উল্লেখ্য, প্রবীণ তোগাড়িয়ার বিরুদ্ধে ২০১৫ সালে দায়ের হওয়া একটি খুনের মামলা রয়েছে। জানা গিয়েছে, এদিন রাজস্থান পুলিশের একটি দল সেই মামলায় তোগাড়িয়াকে গ্রেফতার করতেই তাঁর বাসভবনে আসে। কিন্তু তার আগেই ভিএইচপি নেতার নিখোঁজ হওয়ার খবর রটে ‌যায়। কিন্তু জানা ‌যায়, রাজস্থান বা গুজরাট পুলিশ তাঁকে গ্রেফতার করেনি। আর এতেই সমস্যা আরও বেড়ে ‌যায়। বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা সোলা পুলিশ স্টেশন অবরোধ করেন ও স্লোগান দেন। সরখেজ-গান্ধিনগর হাইওয়ে অবরোধ করেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DjYxQN

January 16, 2018 at 12:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top