জমি বিবাদের জেরে খুন, অভিযুক্ত দুই আত্মীয়

গাজোল, ২ জানুয়ারিঃ জমি সংক্রান্ত বিবাদের জেরে পারিবারিক বচসায় প্রাণ হারালেন বছর পঞ্চাশের এক ব্যক্তি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গাজোলের মাঝড়া গ্রাম পঞ্চায়েতের পারুলই গ্রামে। খবর পেয়ে রাতে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় গাজোল থানার পুলিশ।

মৃত ব্যক্তির নাম বিজয় মন্ডল। জানা গিয়েছে, গাজোলের মাঝরা অঞ্চলের পারইল গ্রামের কৃষক বিজয় মন্ডলের সঙ্গে বেশ কিছুদিন ধরেই তাঁর আত্মীয় স্বাধীন মন্ডল এবং নিরঞ্জন মন্ডলের জমি নিয়ে বিবাদ চলছিল। গতকাল বিকেলে বিজয়বাবুর স্ত্রী অর্চনা মন্ডল এবং তাঁদের মেয়ে যখন জমিতে কাজ করছিলেন সেসময় স্বাধীন মন্ডল এবং নিরঞ্জন মন্ডল তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। স্ত্রী এবং মেয়েকে বাঁচাতে ছুটে আসেন বিজয়বাবু। স্বাধীন এবং নিরঞ্জনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। উভয়পক্ষের হাতাহাতিতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান বিজয় মন্ডল। ঘটনার পরই পালিয়ে যায় স্বাধীন ও নিরঞ্জন। পরে বিজয়বাবুকে গাজোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই স্বাধীন মন্ডল এবং নিরঞ্জন মন্ডলের বিরুদ্ধে গাজোল লিখিত অভিযোগ দায়ের করেন বিজয়বাবুর স্ত্রী অর্চনা মন্ডল। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ৩০৪/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।

সংবাদদাতাঃ পঙ্কজ ঘোষ

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DQZbCa

January 02, 2018 at 06:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top