তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স আনতে পারে কেন্দ্র

নয়াদিল্লি, ১১ জানুয়ারিঃ রাজ্যসভায় তিন তালাক বিল পাশ না হওয়ায় এবার অর্ডিন্যান্স আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় সহজেই পাশ হয়ে গেলও বিরোধীদের বিরোধিতায় রাজ্যসভায় আটকে যায় তিন তালাক বিল। বিলে তালাক দেওয়া স্বামীর বিরুদ্ধে অপরাধের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা থাকায় এনডিএ-র সহযোগী দল টিডিপিও বেঁকে বসে। তাই কেন্দ্র এবার অর্ডিন্যান্স এনে বিলটি পাশ করানোর কথা ভাবছে। জানা গিয়েছে, তাৎক্ষণিক তিন তালাককে আইনত অপরাধ ঘোষণা সংক্রান্ত এই বিল পাশ করাতে সব রকম রাস্তার কথাই খতিয়ে দেখছে কেন্দ্র। সেক্ষেত্রে অর্ডিন্যান্স আনা যদি সম্ভব না হয়, তাহলে বাজেট অধিবেশনে সংসদে যৌথ অধিবেশন বসিয়ে এই বিল পাশ করিয়ে নেওয়া হতে পারে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mlpYiS

January 11, 2018 at 03:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top