ফাইল ছবি
বুধবার সকালে কোম্পানিগঞ্জের কালাইরাগে পাথর উত্তোলনকালে স্বপন (৩০) নামে এক শ্রমিক মারা যান। বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান জানান, নিহত স্বপনের বাড়ি নেত্রকোনায় বলে জানা গেছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা হবে। তিনি বলেন, যে গর্তে ওই শ্রমিক মারা যান সেই গর্তেও মালিক আমির হোসেন। তাকে আটকের চেষ্টা চলছে।
এরআগে গত ২ জানুয়ারি জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে মারা যান ৪ শ্রমিক। এনিয়ে গত একবছরে সিলেটের সিলেটের বিভিন্ন কোয়ারিতে মাটি চাপা পড়ে অন্তত ৩২ শ্রমিক নিহত হলেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2qOZAmZ
January 10, 2018 at 09:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.