ফের লোকসংগীত শিল্পী খুন, এবার হরিয়ানায়

ওয়েব ডেস্ক, ১৯ জানুয়ারিঃ হরিয়ানা রোহতক জেলায় বানিয়ানি গ্রামে গলাকাটা অবস্থায় দেহ মিলল এক লোকসংগীত গায়িকার। মমতা শর্মা নামে নামে বছর ৪০-এর ওই গায়িকা মূলত ধর্মীয় অনুষ্ঠানে গান গাইতেন। গত ১৪ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার তাঁর দেহ উদ্ধার হয়। মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের জন্মভিটা এই বানিয়ানি গ্রামেই। মমতার ছেলে ভরত জানান, তাঁর মা রোহতকের গোহানা গ্রামে অনুষ্ঠান করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সহশিল্পী মোহিত কুমারের সঙ্গে। মোহিত জানান, লাহি গ্রামের কাছে সকাল ১০.৩০ নাগাদ মমতা গাড়ি থেকে নেমে আরেকটি গাড়িতে ওঠেন। তিনি বলে যান, ঘণ্টাখানেক পরে গোহানায় দেখা হবে। তারপর থেকেই আর মমতার খোঁজ মেলেনি। বৃহস্পতিবার গ্রামবাসীরা ঝোপের মধ্যে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে জানা যায়. সেটিই মমতার দেহ।

প্রসঙ্গত গত ১৭ অক্টোবর পানিপথে একটি অনুষ্ঠান করে দিল্লি ফেরার সময় আততায়ীদের হাতে খুন হন ২২ বছরের লোকসংগীত শিল্পী হর্ষিতা দাহিয়া।

ছবিঃ মমতা শর্মা।– সংগৃহীত চিত্র

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mU0xG9

January 19, 2018 at 11:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top