৪০ লক্ষ টাকার আইটি রিটার্ন দেখিয়ে ধৃত মাদক পাচারকারী

বেঙ্গালুরু, ৩০ জানুয়ারিঃ ৪০ লক্ষ টাকার ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করে পুলিশের জালে ধরা পড়ল এক মাদক পাচারকারী। কর্ণাটকের কোরামাঙ্গলার ঘটনা। রাচাপ্পা রঙ্গা নামে ওই পাচারকারীর কাছ থেকে ২৬ কেজি গাঁজা ও নগদ পাঁচ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে তার এক সহযোগীকেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাচাপ্পা নির্মাণকর্মী হিসাবে কাজ করত। কয়েক বছর আগে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। সম্প্রতি আয়কর দপ্তরের কাছে সে বিপুল টাকার ইনকাম ট্যাক্স রির্টান দাখিল করায় সন্দেহ হয় আয়কর দপ্তরের আধিকারিকদের। কোথা থেকে রাচাপ্পা এত টাকা উপার্জন করল, তা রির্টানে উল্লেখ ছিল না। এরপরই পুলিশ রাচাপ্পার ব্যাপারে খোঁজখবর শুরু করে। এরপরই জানা যায়, মাদক পাচারের কাজে যুক্ত রাচাপ্পা। গাঁজা পাচার করে কোটি কোটি টাকা উপার্জন করেছে সে। সামান্য নির্মাণকর্মী হয়েও ৪০ হাজার টাকা ভাড়া দিয়ে বিলাসবহুল বাংলোয় ভাড়া থাকত সে। ছিল দামী গাড়ি, জমিজমাও। শুধু তাই নয়, পাচারের কাজে কমবয়সীদেরও নিয়োগ করত সে। পুলিশ তাকে সন্দেহ করছে বুঝতে পেরে রাচাপ্পা নিজেকে প্রথম শ্রেণীর একজন ঠিকাদার হিসাবে পরিচয় দেয়। যদিও শেষরক্ষা হয়নি। পুলিশ বমাল গ্রেফতার করে তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতি মাসে ভালো মানের প্রায় ৩০ কেজি গাঁজা বিক্রি করত রাচাপ্পা। এই গাঁজার দাম প্রতি কেজি ৩৫ হাজার টাকা। পুলিশ রাচাপ্পার আরেক সঙ্গীর খোঁজ করছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2nl2SKu

January 30, 2018 at 12:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top