কলকাতা ছেড়ে ঘরের মাঠেই খেলবেন গম্ভীর

বেঙ্গালুরু, ২৭ জানুয়ারিঃ কলকাতা ছেড়ে নিজের ঘরের মাঠেই এখন খেলবেন গম্ভীর। ২ বার আইপিএল জেতানোর পর গম্ভীরকে এবার রিটেন বা রাইট টু ম্যাচ কার্ড ব্যাবহার করেও ধরে রাখল না কলকাতা। ২.৮ কোটি দিয়ে ঘরের ছেলেকে কিনে নিল দিল্লি ডেয়ারডেভিলস।  

এখনও পর্যন্ত ১৮ জন খেলোয়াড়কে রিটেন করেছে ফ্র্যাঞ্চাইজিরা। অশ্বিনকে ৭.৬ কোটি দিয়ে কিনে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ৫.৪ কোটিতে কিরেন পোলার্ডকে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। উল্লেখযোগ্যভাবে ক্রিস গেইলকে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনল না। ১২.৫ কোটিতে বেন স্টোকসকে কিনে নিল রাজস্থান। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ডু’প্লেসিকে ধরে রাখল চেন্নাই। ৪ কোটিতে রাজস্থান রিটেন করল অজিঙ্কা রাহানেকে। মিচেল স্টার্ককে ৯.৪ কোটিতে কিনে নিল কলকাতা। ২ কোটিতে হরভজনকে কিনল চেন্নাই। ২ কোটিতে বাংলাদেশের সাকিব আল হাসানকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে ৯ কোটি টাকায় কিনে নিল দিল্লি। ৩ কোটিতে হায়দরাবাদ নিউজিল্যান্ডের অধিনায়ক কেম উইলিনসনকে কিনে নিল। যুবরাজ সিংকে ২ কোটিতেই কিনল পাঞ্জাব। ৫.৫ কোটিতে করুন নায়ারকে কিনল পাঞ্জাব। ১১ কোটিতে কেএল রাহুলকে কিনে নিল পাঞ্জাব। ৩ কোটিতে মিলারকে ধরে রাখল পাঞ্জাব।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Gm98JV

January 27, 2018 at 12:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top