মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের নব-গঠিত কমিটিতে প্রবীণদের পাশাপাশি তরুণদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। ৭৬সদস্য বিশিষ্ট কমিটিতে অনেকেই তরুণ নেতৃত্ব থেকে এসেছেন। সাংগঠনিক সম্পাদক’সহ ১৩টি গুরুত্বপূর্ণ পদে এসেছেন তরুণরা।
দলকে গতিশীল এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পরিকল্পনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাগেছে। সেই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের মেধা ও উদ্যমকে কাজে লাগিয়ে রাজনীতিতে এগিয়ে যেতে চায় উপজেলা আওয়ামী লীগ।
২০১৫ সালের ৮ জুন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের প্রায় আড়াই বছর পর অবশেষে গত শনিবার রাতে পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী স্বাক্ষরিত ৭৬সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি কমিটির অনুমোদন দেন। আলহাজ্ব পংকি খানকে সভাপতি ও ফারুক আহমদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে ৭৬সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে গুরুত্বপূর্ণ পদে ৩৬জন ও কার্যনির্বাহী সদস্য হিসেবে আরো ৪০জন রয়েছেন। এর মধ্যে প্রায় অনেকেই তরুণ নেতৃত্ব থেকে এসেছেন।
তাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল আজিজ সুমন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক জহির হোসেন, কার্যনির্বাহী সদস্য নাজমুল আলম চৌধুরী অপু, ফজর আলী মেম্বার, রফিক হাসান মেম্বার, এনামুল হক মেম্বার, আশিক আলী, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান ও নিজাম উদ্দিন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2D5ANMY
January 15, 2018 at 06:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন