সুরমা টাইমস ডেস্ক:: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ইয়ালা প্রদেশের একটি বাজারে মোটরসাইকেল বোমার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন।
আজ সোমবারের (২২শে জানুয়ারি) এ ঘটনায় আরো ১৮ জন আহত হয়েছেন; দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান কমান্ডের (আইএসওসি) এক মুখপাত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আইএসওসির মুখপাত্র প্রামোট প্রম-ইন বলেছেন- “অপরাধীরা বাজারের মালাবাহী গাড়ির পাশে একটি মোটরসাইকেলের মধ্যে বোমাটি পেতে রেখেছিল। বিস্ফোরণের ধাক্কায় ৩ জন প্রাণ হারিয়েছেন।”
কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছেন তিনি।
মালয়েশিয়ার সীমান্ত সংলগ্ন থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াট, পাত্তানি ও ইয়ালা মুসলিম প্রধান। স্বায়ত্তশাসনের দাবিতে এখানকার মালয় নৃগোষ্ঠীর মুসলিমরা দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালিয়ে আসছে।
এ লড়াইয়ে ২০০৪ থেকে চলতি বছর পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
আইএসওসি ওই এলাকাগুলোর দায়িত্বে থাকা একটি সরকারি নিরাপত্তা বাহিনী।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DWSNKP
January 22, 2018 at 03:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন