মৌলভীবাজার সংবাদদাতা:: মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়জন খণ্ডকালীন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও ম্যানেজিং কমিটির এক সদস্যের অপসারণ দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার (৩১শে ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যালয় সামনে বিক্ষোভ করে তারা।
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ছাত্রীরা রাস্তা থেকে সরে যায়। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সমঝোতা বৈঠক করে প্রশাসন।
বিক্ষোভকারীরা জানায়, স্কুলের ছয়জন খণ্ডকালীন শিক্ষক নুর উদ্দিন, মিনহাজ আহমদ, নাজমা বেগম, স্বর্ণা, উপমা ও শামীমাকে কোনো কারণ ছাড়াই ম্যানেজিং কমিটি অব্যাহতি দিয়েছে। এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য মাহমুদুর রহমান বিদ্যালয়ে অগণতান্ত্রিক প্রভাব খাটিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেন।
তাই তারা ওই ছয় শিক্ষকের পুনর্বহাল ও মাহমুদুর রহমানকে ম্যানেজিং কমিটি থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ করছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CxCi7n
January 01, 2018 at 12:29AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন