নয়াদিল্লি, ১৯ জানুয়ারিঃ লাভজনক পদ বা অফিস অফ প্রফিট ইশ্যুতে আম আদমি পার্টির (আপ) ২০ জন বিধায়কের পদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিষয়টি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠিয়েছে কমিশন। শুক্রবার কমিশনের এই সিদ্ধান্তের পর রাজধানীর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সুপারিশ অনুমোদিত হলেই বিধায়কের পদ খোয়াবেন ওই ২০ জন। ফলে দিল্লি বিধানসভায় আপের শক্তি ৬৭ থেকে কমে হবে ৪৭।
২০১৫ সালে আইনজীবী প্রশান্ত পাটেলের দাখিল করা আর্জিতে ব্যক্তিগত লাভজনক পদে জড়িত থাকা জনপ্রতিনিধিদের সংসদ সচিব পদে থাকার কারণে বরখাস্ত করার আবেদন জানানো হয়। নির্বাচন কমিশনে পাল্টা আবেদন জানান অভিযুক্ত বিধায়করা। তবে গত জুন মাসে তা খারিজ করে কমিশন।
অরবিন্দ কেজরিওয়াল ২০১৫-র মার্চে ওই বিধায়কদের সংসদীয় সচিব পদে নিয়োগ করেন। ওই পদ লাভজনক পদের আওতার বাইরে রাখার উদ্দেশ্যে জুন মাসে ১৯৯৭ সালের দিল্লি মেম্বার্স অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি (রিমুভাল অব ডিসকোয়ালিফিকেশন) আইনেও সংশোধন করে তাঁর সরকার।
আপ যুক্তি দেখায়, পদটি লাভজনক নয় কারণ এ থেকে কোনও আর্থিক প্রাপ্তি হয় না। তবে আপের উদ্যোগ ধাক্কা খায় যখন ২০১৬-য় তত্কালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জুন মাসে আইনে তাদের আনা প্রস্তাবিত সংশোধনীতে সম্মতি দিতে অস্বীকার করেন। পাশাপাশি দিল্লি হাইকোর্টও বিধায়কদের সংসদীয় পদে নিয়োগের সরকারি নির্দেশ খারিজ করে দেয়।
রাজৌরি গার্ডেনের আপ বিধায়ক জার্নেইল সিংহ গত বছর ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব বিধানসভা ভোটে প্রার্থী হবেন বলে ওই পদে ইস্তফা দেন বলে তিনি আইনি প্রক্রিয়া থেকে অব্যাহতি পেয়ে যান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BhgSsF
January 19, 2018 at 09:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন