ছাত্র বিক্ষোভ সামাল দিতে দিতেই আত্মঘাতী ডিএসপি

ফরিদকোট, ৩০ জানুয়ারিঃ ছাত্র বিক্ষোভ সামাল দেওয়ার সময় নিজের পিস্তলের গুলিতে আত্মঘাতী হলেন পঞ্জাব পুলিশের এক ডিএসপি। একই গুলিতে আহত হয়েছেন পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তরক্ষীও। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ফরিদকোটে। মৃত পুলিশ আধিকারিকের নাম বলজিন্দর সিং সান্ধু। তাঁর নিরাপত্তারক্ষী লাল সিং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি। জানা গিয়েছে, এদিন ফরিদকোটের জয়তু এলাকায় পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক শাখায় বিক্ষোভ দেখাচ্ছিল একদল ছাত্র। সেই সময় আরেক ছাত্রগোষ্ঠী সেখানে এলে দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। সেই সময় দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছিলেন বলজিন্দর। সেই সময় হঠাৎই নিজের সার্ভিস রিভলভার বের করে নিজের মাথায় গুলি করেন। গুলি মাথা ফুঁড়ে গিয়ে লাগে লাল সিংয়ের গায়ে। দুজনেই পড়ে যান, রক্তে ভেসে যায় গোটা এলাকা। নিমেষে ফাঁকা হয়ে যায় চত্বর। বলজিন্দরের এহেন কাণ্ডে স্তম্ভিত তাঁর সহকর্মীরাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৎ পুলিশ অফিসার হিসাবে পরিচিত ছিলেন বলজিন্দর। সম্প্রতি বেশ কয়েকটি বড়ো ঘটনার তদন্তে সাফল্যও পেয়েছেন তিনি। কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2nl2Thw

January 30, 2018 at 01:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top