গরু আনতে গিয়ে বিএসএফের পিটুনিতে এক বাংলাদেশির মৃত্যু


সুরমা টাইমস ডেস্ক ঃঃ লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের পিটুনিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়ন বুড়িমারী ক্যাম্প কমান্ডার ওবাইদুল হক জানান- রোববার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

মৃত মনজুরুল ইসলাম (২০) পাটগ্রাম উপজেলার নাটারবাড়ি গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

কমান্ডার ওবাইদুল বলেন- ভোরে ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয়দের দেওয়া গরু আনতে যায় মনজুরুলসহ কয়েক বাংলাদেশি ‘গরু পারাপারকারী’।

“ফেরার পথে কোচবিহার-৬১ বিএসএফ খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরা ধাওয়া দিয়ে মনজুরুল ধরে পিটিয়ে ও নানাভাবে নির্যাতন করে সীমান্তের এপারে ফেলে দেয়।”

পরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মনজুরুলের মৃত্যু হয় বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন- মনজুরুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

বিজিবি কর্মকর্তা আরও বলেন- এ ঘটনায় প্রতিবাদপত্র ও পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Go39Ec

January 28, 2018 at 01:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top