ঢাকা, ২৭ জানুয়ারি- ৯০ দশকের সাড়া জাগানো ইমতিয়াজ বাবুর গাওয়া অডিও গান ও পরানের পাখিরে। প্রায় তিন দশক পর এটি এবার আসছে নতুন আবহে। কাজী ফারুক বাবুলের লেখা গানটির প্রথম চার লাইন রেখে তৈরি করা হয়েছে নতুন সংস্করণ। বাকি কথাগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন। খায়েম আহমেদের সংগীত পরিচালনা করা এ গানটি নতুনভাবে সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। গানটি গেয়েছেন বেলাল খান ও পূজা। র্যাপ করেছেন স্লিম কিড। এতো গেল গানের খবর। এটি নিয়ে ভিডিও নির্মাণ করেছে সৈকত নাসিরের এস এ প্রোডাকশন। যার প্রমো প্রকাশিত হয়েছে ২৫ জানুয়ারি। যেখানে নতুনভাবে হাজির হয়েছেন মডেল অর্ণব অন্তু ও টয়া। পুরো গানে নেচেছেন এই দুই মডেল। গানটি প্রসঙ্গে অর্ণব বলেন, এখানে আমরা মূলত নাচতে চেয়েছি। এর প্রভাব দর্শকরা মিউজিক ভিডিওতে পাবেন। আর এটি যেহেতু বিখ্যাত একটি পুরনো গান, তাই আমরা নতুন প্রজন্মের কথা মাথায় রেখে ভিডিওটি করেছি। গত বছরের শেষ দিকে বিএফডিসিতে এর শুটিং হয়। অর্ণব-টয়া ছাড়াও ভিডিওতে দুই কণ্ঠশিল্পী ও র্যাপার অংশ নিয়েছেন। আগামী ৩১ জানুয়ারি পুরো গানটি এস এ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানান দেশা: দ্য লিডারখ্যাত চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। গানটির প্রমো: আর/১২:১৪/২৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DQtLPK
January 27, 2018 at 07:09AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন