নয়াদিল্লি, ১২ জানুয়ারিঃ আন্তর্জাতিক একটি সমীক্ষায় বিশ্বনেতাদের তালিকায় প্রথম তিনজনে স্থান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রায় ৫০টি দেশজুড়ে চালানো হয় সমীক্ষা। ভারতের প্রধানমন্ত্রীকে চিনের প্রেসিডেন্ট জি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো নেতাদের থেকে এগিয়ে রাখা হয়েছে। কয়েকদিন পরেই সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বৈঠকে যোগ দিতে যাবেন মোদি। তার আগে গ্যালপ ইন্টারন্যাশনালের বার্ষিক সমীক্ষায় বিশ্বনেতাদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন মোদি।
শীর্ষস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। দ্বিতীয় স্থানে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাকরন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FwhXA2
January 12, 2018 at 04:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন