মুম্বাই, ০৪ জানুয়ারি- বলিউডের অন্যতম আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। প্রেমের সম্পর্কের কারণে তাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই। একসঙ্গে বিভিন্ন স্থানে প্রায়ই দেখা যায় তাদের। যদিও প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন দুজনই। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মালা বদল করছেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। এরপর থেকেই নতুন গুঞ্জন শুরু হয়েছে- গোপনে বিয়ে করেছেন এ জুটি। তবে যারা চাইছেন সত্যিই এ জুটি সাত পাকে বাঁধা পড়ুক তাদের জন্য দুঃসংবাদ। কারণ এখনো বিয়ে হয়নি তাদের। সম্প্রতি ভারতের পর্যটন নগরী গোয়াতে বাঘি-টু সিনেমার শুটিং করেন টাইগার-দিশা। এটি তারই একটি অংশ। আরও পড়ুন: আর গোপনে রইলো না, আনন্দ আহুজার সঙ্গে সোনম কাপুরের প্রেমকাহিনী ২০১৬ সালে মুক্তি পায় টাইগার-দিশার মিউজিক ভিডিও বেফিকরা। এতে এ জুটির রসায়ন ভক্তদের ভালো লাগে। এবার বাঘি-টু সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা। চলতি বছর এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে এখন তা এগিয়ে ৩০ মার্চ করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন আহমেদ খান। আর/১৭:১৪/০৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ETICGT
January 05, 2018 at 12:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top