নয়াদিল্লি, ২৫ জানুয়ারিঃ রাত পোহালেই সাধারণতন্ত্র দিবস। আর দিল্লির রাজপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে এই বছর থাকছে বিশেষ চমক। আসিয়ান গোষ্ঠীভূক্ত দশ দেশের প্রধানরা অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধান অতিথিরূপে। সাধারণত কোনো একটি দেশের প্রধানই কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকেন। কিন্তু এই বছর সেই প্রথা ভাঙতে চলেছে। অতিথিদের মধ্যে থাকবেন ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের প্রেসিডেন্ট, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া, মায়ানমার ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, ব্রুনেইয়ের সুলতান এবং থাইল্যান্ডের জেনেরাল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হওয়া ছাড়াও বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুদিনের ভারত-আসিয়ান স্মারক বৈঠকেও অংশ নেবেন এই দশ রাষ্ট্রপ্রধান। ভারতের আসিয়ানভূক্ত হওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষেই এই বিশেষ ব্যবস্থার আয়োজন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2nasw4k
January 25, 2018 at 12:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন