ঢাকা, ১৬ জানুয়ারি- সোমবার ত্রিদেশীয় সিরিজের উদ্ধোধনী ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ১৭১ রানের টার্গেট ২৮.৩ ওভারে খুব সহজেই পূরণ করে বাংলাদেশ। এরইফলে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই তাদেরকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে দারুণ শুভসূচনা করে বাংলাদেশ। তামিম ৮৪ রানে ও মুশফিক ১৪ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। আর এই জয়ের ধারা অব্যাহত রাখতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আরও পড়ুন: দুর্দান্ত এক সেঞ্চুরি করে শচীন ছুঁলেন কোহলি ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা সফর কঠিন ছিল। ঘরের মাটিতে জয় পাওয়াটা সবসময় আনন্দের। শ্রীলঙ্কার বিপক্ষেও আমাদের ভালো খেলতে হবে। বোলাররা দারুণ বল করেছে। আমরা জানি গত কয়েকদিন ধরে সূর্য্যের দেখা নেই। তাই ধারণা ছিল উইকেট কিছুটা ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সাকিব ব্রিলিয়্যান্ট। আপনি যখন ১৭১ রানের টার্গেটে ব্যাট করছেন তখন একটি বা দুইটি ভালো পার্টনারশিপ যথেষ্ট। আমরা সেটি করতে পেরেছি। তামিম অসাধারণ খেলেছে। এনামুলও ভালো করেছে। তিন নম্বর পজিশনে সাকিব গ্রেট ব্যাট করেছে। প্রথম জয়টা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা এটি ধরে রাখতে পারব। উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আর/১২:১৪/১৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EN3puR
January 16, 2018 at 06:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top