হরগোবিন্দ খোরানাকে শ্রদ্ধা গুগল ডুডলের

নয়াদিল্লি, ৯ জানুয়ারিঃ ইন্দো ভারতীয় বায়োকেমিষ্ট হরগোবিন্দ খোরানাকে শ্রদ্ধা জানাল গুগল ডুডল। নোবেল বিজয়ী হরগোবিন্দ প্রথম সিন্থেটিক জিনের আবিষ্কারক। অবিভক্ত পাঞ্জাবে জন্মেছিলেন তিনি। তাঁর জন্মস্থান রায়পুর এখন পাকিস্তানে। আজ গুগল ডুডলে এই মহান ব্যক্তির ৯৬তম জন্মদিনে তাঁকে আরও একবার স্মরণ করে শ্রদ্ধা জানায় ডুডলের মাধ্যমে।

স্বাধীনতার আগে খুরানা চার ভাইবোনের সঙ্গে প্রথমে গ্রামের স্কুলে ও মুলতানের ডিএভি স্কুলে পড়াশোনা করেন। এরপর লাহোরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর ১৯৪৫ সালে স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ সরকার তাঁকে ইংল্যান্ডের লিভারপুল বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের প্রস্তাব দেয়। এরপর ‘কেমিক্যাল সিন্থেসিস অফ প্রোটিনস অ্যান্ড নিউক্লিক অ্যাসিড’- এ পারদর্শী হয়ে ফেরেন খোরানা।

জেনেটিক কোড এবং প্রোটিন সিন্থেসিসের ওপর তাদের রিসার্চ এবং তাঁদের আবিস্কৃত ওষুধের জন্য

জেনেটিক কোড এবং প্রোটিন সিন্থেসিসের ওপর তাদের রিসার্চ এবং তাঁদের আবিস্কৃত ওষুধের জন্য ১৯৬৮ সালে খোরানা রবার্ট ডব্লিউ হোলি  এবং মার্শাল ডব্লিউ নিরেনবার্গের সঙ্গে একত্রিতভাবে ফিজিওলজিতে নোবেল পান।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FgRaaZ

January 09, 2018 at 02:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top