কেপটাউন, ০৬ জানুয়ারি- ৯২ রানেই ছিল না ৭ উইকেট। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার গতিঝড় সামলে ভারতের একশ করাই দায় হয়ে পড়েছিল। সেখান থেকে দলকে প্রায় একাই টেনে নিলেন হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত অবশ্য একটা আক্ষেপ রয়েই গেল তার। মাত্র ৭ রানের জন্য যে সেঞ্চুরিটা পেলেন না ভারতীয় অলরাউন্ডার। পান্ডিয়ার ৯৩ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ২০৯ রান তুলে অলআউট হয়েছে ভারত। ৯৫ বলের ইনিংসে ১৪টি চার আর ১টি ছক্কা হাঁকান ডানহাতি এই অলরাউন্ডার। আরও পড়ুন: ৫ রানে আউট কোহলি, দোষী আনুশকা! ভারতের ইনিংস খুব বড় না হলেও পান্ডিয়া খেলেছেন দুর্দান্ত। ভুবনেশ্বর কুমারের অবদানকেও খাটো করার উপায় নেই। অষ্টম উইকেটে লোয়ার অর্ডার এই ব্যাটসম্যানকে সঙ্গে নিয়েই যে ৯৯ রানের মান বাঁচানো জুটি গড়েন পান্ডিয়া। ৮৬ বলে ৪ বাউন্ডারিতে ২৫ রান করে আউট হন ভুবনেশ্বর। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নেন কাগিসো রাবাদা আর ভেরনন ফিলেন্ডার। ২টি করে উইকেট ডেল স্টেইন আর মরনে মরকেলের। প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে যাওয়া প্রোটিয়ারা ৭৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে। খেলা চলছে দ্বিতীয় দিনের। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/০৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AAFMmI
January 07, 2018 at 04:07AM
06 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top