লা লিগায় রোববার রাতে দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। গোল করেছেন লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি। এ ম্যাচটিতে মাঠে নেমেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেন মেসি। ন্যু ক্যাম্পে লা লিগায় এটি ২০০তম ম্যাচ ছিল আর্জেন্টাইন তারকার। এমন একটা ম্যাচকে গোল করেই শুধু স্মরণীয় করে রেখেছেন মেসি তা নয়। যার সঙ্গে তার তুলনায় দুই ভাগে ভাগ হয় ফুটবল বিশ্ব, সেই ক্রিস্তিয়ানো রোনালদোকে আরো একটি জায়গায় ছাড়িয়ে গেছেন ৩০ বছর বয়সী। রোববার রাতে মেসি তার একমাত্র গোলটি করেছেন সরাসরি ফ্রি কিকে। এটি লা লিগায় সরাসরি ফিকে কিকে করা ২১তম গোল মেসির। আরও খবর: একদম সস্তায় আইপিএলে বিক্রি হলেন গেইল! ২০০৩-২০০৪ সাল থেকে ডাটা সংস্থা অপটার হিসাব বলছে সরাসরি ফ্রি কিকে রোনালদো করেছেন ২০টি গোল। অর্থাৎ এদিনের করা গোলে রোনালদোকে পিছনে ফেললেন মেসি। ন্যু ক্যাম্পে লা লিগায় ২০০ ম্যাচে মেসি গোল করেছেন ২১১টি। সঙ্গে এসিস্ট আছে ৭৪টি। তথ্যসূত্র: পরিবর্তন এআর/১০:৪৬/২৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FmxVMr
January 29, 2018 at 04:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top