চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছে বেঁধে ইব্রাহিম আলী (৫০) নামের এক বৃদ্ধকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কালপুর দণিপাড়া গ্রামে জমি নিয়ে পুর্ব বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় নির্যাতনের শিকার ইব্রাহিমের ভাই আবদুল করিম বাদি হয়ে ওইদিন রাতেই সাতজনের নাম উল্লেখ করে এবং ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে জমিজামা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষরাও ওইদিন রাতেই শিবগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানায়, পারিবারিক জমিজামা সংক্রান্ত জের ধরে কালপুর গ্রামের ফজলুল হকের ছেলে ইব্রাহিমকে কালপুর দণিপাড়ার পাগলা নদীর ঘাটে একা পেয়ে শরিফুল ইসলাম ও তার সহযোগিরার ধরে আমগাছের সঙ্গে বেঁধে পিটিয়ে জখম শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই জুলহাস আলী মৃধা জানান, এঘটনায় মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১১-০১-১৮
স্থানীয়রা জানায়, পারিবারিক জমিজামা সংক্রান্ত জের ধরে কালপুর গ্রামের ফজলুল হকের ছেলে ইব্রাহিমকে কালপুর দণিপাড়ার পাগলা নদীর ঘাটে একা পেয়ে শরিফুল ইসলাম ও তার সহযোগিরার ধরে আমগাছের সঙ্গে বেঁধে পিটিয়ে জখম শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই জুলহাস আলী মৃধা জানান, এঘটনায় মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১১-০১-১৮
from Chapainawabganjnews http://ift.tt/2EBYD3n
January 11, 2018 at 09:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন