প্রাণিসম্পদ সপ্তাহে বিশ্বনাথে র্যালী-সভা

22.01.18বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ,স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সোমবার সকালে র্যালীটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রাণিসম্পদ ক্ষেত্রের উন্নয়নমূলক একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল ইসলামের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ আবদুস শহিদ হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, খামারী ফজলুর রহমান, কিসমত আলী। কোরআন তেলাওয়াত করেন আবদুল আহাদ।
র্যালীতে ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফজলুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, খামারী খলিলুর রহমান প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ও সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mZXlbN

January 22, 2018 at 03:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top