নিজস্ব প্রতিবেদক: সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর মামলায় উচ্চ আদালতের জামিনে থাকা ছাত্রলীগ-যুবলীগের ১০জন নেতাকর্মী সিলেটের আদালত হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। সোমবার (১৫ জানুয়ারি) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক সাইফুজ্জামান হিরোর তাদেরকে জামিন দেন।
এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনায় সিলেট চিফ মেট্রোপলিটন আদালতে গত বছরের বুধবার (১৫ নভেম্বর) প্রতিবেদন দাখিল করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। পরদিন বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে ছাত্রলীগ-যুবলীগসহ ওই সময়ে ছাত্রবাসে উত্তেজনা সৃষ্টিকারী শিবিরের তিনজনসহ ৩২জনের সংশ্লিষ্টতা পায় তদন্ত কমিটি।
আদালতের সহকারী কৌঁসুলী অ্যাডভোকেট মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- এমসি কলেজের ছাত্রবাস পোড়ানোর মামলায় ছাত্রলীগ-যুবলীগের ১০জন উচ্চ আদালত থেকে গত ৪ ডিসেম্বর ৬ সাপ্তাহের জামিন নিয়েছিলেন। সোমবার (১৫ জানুয়ারি) তারা নির্ধারিত দিনে সিলেটের নিম্ন আদালতে হাজির হলে আদালতে বিচারক তাদের জামিন বহাল রাখেন।
জামিন প্রাপ্তরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান বিশ্বনাথ উপজেলার রামপালা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সিলেট সরকারী কলেজের সাবেক সভাপতি ও মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, আবু সরকার শ্রমি নেতা, সাবেক ছাত্রলীগ নেতা এসআর রুমেল, কামরুল ইসলাম, বাবলা, আতিকুর রহমান এবং জ্যোতির্ময় দাস সৌরভ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2FD4QgH
January 15, 2018 at 09:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.