বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম এর ৩য় বর্ষপূর্তি-


বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম এর ৩য় বর্ষপূর্তি- উপলক্ষে রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ১ জানুয়ারী বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক তানভির আনজুম তুষার ও কো-অর্ডিনেটর শিউলী আক্তারের যৌথ পরিচালনায়, প্রধান অতিথির হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় গভর্নর ড. আর. কে ধর, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯-নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা: রেবেকা বেগেম রেনু, সাংবাদিক আকলিছ আহমেদ চৌধুরী, সিলেট জেলা গেজেটধারী মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি মির্জা জামাল পাশা, সমাজসেবী মো. রাকিবুল হাসান রকিব ও সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি হৃদয় খাঁন রনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, ওয়েবসাইট নির্বাহী সায়েম সিকদার, যুগ্ম ওয়েবসাইট নির্বাহী ইমন চৌধুরি, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা ইসলাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদিয়া আফরিন মৌ, সিলেট জেলা সহ-সভাপতি ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক নাঈম খাঁন, মহিলা বিষয়ক সম্পাদিকা মৌ জান্নাত, তথ্য বিষয়ক সম্পাদক নাজিম আহমেদ সহ অন্যান্য সদস্য বৃন্দ।

সারাদেশ থেকে প্রায় ৫০০ জনের অধিক স্বেচ্ছাসেবক ও রক্তদাতা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ২০০ জন স্বেচ্ছায় রক্তদাতা, ২০ জন সেরা স্বেচ্ছাসেবক, ৩ জন গুনী ব্যাক্তি, ৩ জন সেরা সংগঠক ও ৪৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দেওয়া হয়, এছাড়া রক্তদানের ছবি আপলোড প্রতিযোগিতায় ৪-জন রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

মূলত ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলে সারাদেশের রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের সামাজিক কাজে আরো অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার স্বেচ্ছাসেবক ও রক্তদাতাদের নিয়ে বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরামের আধুনিক ওয়েব সাইট (নফ-নফভ.ড়ৎম) সম্পর্কে বিস্তারিত বিবরণ সবার সামনে তুলে ধরা হয়।

ওয়েব সাইট সম্পর্কে বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম এর ওয়েব সাইট নির্বাহী সায়েম সিকদার বলেন, ৬৪ জেলার স্বেচ্ছাসেবকদের তালিকা নিয়ে এ ধরনের আধুনিক ওয়েব সাইট এটি বাংলাদেশে প্রথম। অনুষ্ঠানে বক্তারা তরুণ তরুণীদের এ ধরনের মহতী কার্যক্রমকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগীতার আশ্বাস ব্যক্তর পাশাপাশি সবাইকে এ ধরনের কাজে এগিয়ে আসার আহবান জানান।বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CqtQtr

January 02, 2018 at 04:52PM
02 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top