জগন্নাথপুরকে লন্ডন শহরে উন্নীত করতে চাই–প্রতিমন্ত্রী মান্নান

নিজস্ব প্রতিনিধি:: সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, সুস্থ খেলাধূলার চর্চা চালিয়ে যেতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে জুয়া ও তীর খেলার মতো অবৈধ খেলাধূলা করা যাবে না।

তিনি বলেন, সবার আগে জগন্নাথপুরের রাস্তাঘাট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে কাজ চলছে। সভায় থাকা এক অতিথির প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন,আমি জগন্নাথপুরকে লন্ডন শহরে উন্নীত করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

আজ শনিবার (০৬ই জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে ৯ম টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে স্থানীয় জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।

জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আবু হেনা রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমূখ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সভাপতি শফিকুল আহমদ ভূইয়া, আবুল বাশার, সাবেক চেয়ারম্যান আবুল হাসান, প্রবাসী নুরুল হক লালা মিয়া ও ফয়জুজ্জামান আনা।

এ সময় জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ হাই জকী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শাহ নিজামুল করিম, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক লিটন মিয়া, যুগ্ম-আহবায়ক মোতাহির আলী, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল আহাদ, জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেন আহমদ, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, ব্যবসায়ী মনির হোসেন মুন্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EemJks

January 06, 2018 at 09:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top