জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধতা ছড়ালেন লিওনেল মেসি। করলেন জোড়া গোল, রাখলেন সতীর্থের গোলে অবদান। দলের সেরা খেলোয়াড়ের নৈপুণ্যে বার্সেলোনা পেল বড় জয়। সেল্তা দে ভিগোকে উড়িয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার কাম্প নউয়ে শেষ ষোলোর ফিরতি লেগে ৫-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল। তাদের অন্য তিনটি গোল জর্দি আলবা, লুইস সুয়ারেস ও ইভান রাকিতিচের। দুই লেগ মিলিয়ে ৬-১ অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠলো তারা। সেল্তার মাঠে প্রথম পর্বের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। সাত দিন আগে এই সেল্তার বিপক্ষেই অসংখ্য সুযোগ নষ্ট করায় জয় হাতছাড়া হয়েছিল বার্সেলোনার। তবে মেসি-সুয়ারেস ফেরায় শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠে দলটি। বিরতির আগেই চারবার বল জালে পাঠিয়ে জয়টা একরকম নিশ্চিত করে ফেলে তারা। গোল উৎসবের শুরুটা করেন মেসি। ত্রয়োদশ মিনিটে বাঁ দিক থেকে আলবার বাড়ানো বল হাফ ভলিতে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোলরক্ষক সের্হিও আলভারেস বাঁয়ে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি। দুই মিনিট পর বাঁ দিকে আলবাকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে সতীর্থের ফিরতি পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। খানিক পর হ্যাটট্রিক হতে পারতো পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের; কিন্তু তার শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়। ২৮তম মিনিটে আবারও মেসি-আলবা জুটিতে গোলের দেখা মেলে। তবে এবারের গোলদাতা স্প্যানিশ ডিফেন্ডার। অনেক দূর থেকে সতীর্থের দারুণ ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এর তিন মিনিট পরেই প্রতিপক্ষের হাস্যকর ভুলের সুযোগে ব্যবধান আরও বাড়ান সুয়ারেস। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডেনমার্কের ফরোয়ার্ড সিস্তো গোলরক্ষককে ব্যকপাস দিতে গেলে বল আরেক জনের পায়ে লেগে চলে যায় উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসের কাছে। জয়-পরাজয়ের হিসেব মোটামুটি শেষ হয়ে যাওয়ায় ৬০তম মিনিটে মেসিকে তুলে নেন কোচ। নামান উসমান দেম্বেলেকে। কিছুক্ষণ পর আন্দ্রেস ইনিয়েস্তাকেও উঠিয়ে নেয় তারা। ৮৭তম মিনিটে দেম্বেলের কর্নারে হেডে শেষ গোলটি করেন ইভান রাকিতিচ। স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে আরও উঠেছে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, ভালেন্সিয়া, আলাভেস, সেভিয়া, এস্পানিওল ও লেগানেস। সূত্র:বিডিনিউজ২৪ এমএ/১২:১০/১২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2D5BF8w
January 12, 2018 at 06:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন