সংগীতশিল্পীর পাশাপাশি আরো কিছু পরিচয় রয়েছে কনকচাঁপার। ছবি আঁকেন তিনি, লেখালেখিতেও নামডাক রয়েছে। বাজারে রয়েছে বেশ কয়েকটি বই। এবার নিয়ে আসছেন স্মৃতিচারণমূলক গদ্যের নতুন বই, শিরোনাম কাটা ঘুড়ি। প্রকাশ হবে অমর একুশে বইমেলায়। এ বই নিয়ে কনকচাঁপা বলেন, প্রতিটি মানুষই একটি দর্শন নিয়ে তার জীবনকে এগিয়ে নিয়ে যায় সামনের পথে। আমার জীবনের দর্শন আমার বাবা-মা। আমার জীবনের দর্শনের স্থপতি তারাই। তাদের সঙ্গে জীবনের নানান মুহূর্তের গল্পই উঠে আসবে বইটিতে। আরও পড়ুন: ৫০০ কোটির ঘরে টাইগার জিন্দা হ্যায়! ২০১০ সালে প্রকাশ হয় কনকচাঁপার প্রথম বই স্থবির যাযাবর। তারপর বাজরে আসে মুখোমুখি যোদ্ধা ও মেঘের ডানায় চড়ে। তার তিন বছর পর প্রকাশ হতে যাচ্ছে কাটা ঘুড়ি। এআর/১১:৪৫/০৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CBBspb
January 08, 2018 at 05:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top