ঢাকা, ২৭ জানুয়ারি- ক্যারিয়ার জুড়ে ইনজুরিপ্রবণ মাশরাফি। ৫ দিনের শৈল্পিক ও স্বপ্নালু লড়াইয়ে ক্যারিয়ারটা সেভাবে লম্বা হয়নি। সাকুল্যে খেলেছেন ৩৬ টেস্ট। সর্বশেষ টেস্ট খেলেছেন ৮ বছর আগে, ২০০৯ সালে। এখন বয়সও হয়েছে। টেস্টে ফেরার জন্য এটা মোটেও আদর্শ সময় নয়। তবে দলের প্রয়োজনে বিসিবি চাইলেই ফিরবেন যখন তখন। শনিবার সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিতই দিলেন দেশের ইতিহাসের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি। বাংলাদেশ দলের জন্য পরিস্থিতি আসলেই কঠিন এই মুহুর্তে। ৩১ জানুয়ারি চট্টগ্রামে শুরু প্রথম টেস্ট, শ্রীলঙ্কার বিপক্ষে। এমনিতেই দলের দুর্বল বিষয়গুলো জানেন হাথুরু। তারপরেও দলে নেই সেরা তারকা সাকিব আল হাসান। টেস্ট দলের জন্য সময়টা খুবই কঠিন। আরও পড়ুন: আইপিএলের এবারের আসরের সবচেয়ে দামি ক্রিকেটার স্টোকস এক সাংবাদিক প্রশ্ন করলেন, দলের এই কঠিন অবস্থায় প্রয়োজন হলে আপনি কি টেস্ট দলে ফিরবেন? মাশরাফি বলেন, নি:সন্দেহে সাকিবের মতো খেলোয়াড় দলে না থাকাটা বড় ক্ষতি। সে দলের সেরা খেলোয়াড়। তবে সেখানে মাহমুদউল্লাহ রিয়াদ আছে। সে অনেক অভিজ্ঞ। যথেষ্ঠ যোগ্য। আমার যদি কোনো পারমর্শ দরকার পড়ে আমি দলের পাশে থাকব। ম্যানেজমেন্ট যদি মনে করে, প্রয়োজন হলে হলে টেস্ট দলে ফেরার বিষয়ে চিন্তা করা যেতে পারে। আসলেই কী টেস্ট দলে ফিরতে রাজি মাশরাফি। বারবার এই প্রশ্নে অবশ্য নেতিবাচক উত্তরই এসেছে ম্যাশের মুখ থেকে।অবশ্য অনেক বছর পর গত বছর ঘরোয়া লঙ্গার ভার্সন ক্রিকেট খেলেছেন তিনি। এবং সাদা পোশাকে বল হাতে বেশ আলোও ছাড়ান নড়াইল এক্সপ্রেস। সূত্র: ঢাকাটাইমস আর/১০:১৪/২৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Go1hv3
January 28, 2018 at 06:01AM
28 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top