ঢাকা, ০৪ জানুয়ারি- সাব্বির রহমান রুম্মনের হতাশ হওয়ার কিছু নেই। তিনি পাশে পাচ্ছেন ভারতের অন্যতম সেরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে। শৃঙ্খলা ভঙ্গের কারণে বিসিবির চুক্তি থেকে বাদ পড়েছেন সাব্বির। অন্যদিকে বিসিসিআইয়ের সর্বোচ্চ চুক্তির তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন ধোনি। দাবিটা ছিল ক্রিকেটারদেরই। বিরাট কোহালি দলের হয়ে প্রস্তাব রেখেছিলেন বিসিসিআই-এর কাছে। মাইনে বাড়াতে হবে প্লেয়ারদের। সেই মতো ভাবনা-চিন্তাও শুরু করে দিয়েছিলি কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স ও বিসিসিআই। কিন্তু এই নতুন করে প্লেয়ারদের স্যালারি স্ট্রাকচারের আমূল পরিবর্তন করতে গিয়ে কোপ পড়তে পারে স্বয়ং ধোনির সেন্ট্রাল চুক্তিতে। আরও পড়ুন:যে কারণে সাকিবকে রাখলো না কেকেআর যা খবর, এতদিন প্লেয়ারদের তিনটি ভাগে ভাগ করা হত। এ বার সেটা বাড়িয়ে চার করা হচ্ছে। আগে ছিল এ, বি, সি। এ বার তার সঙ্গে যুক্ত হয়েছে এ+। এই নতুন বিভাগে তাঁরাই সুযোগ পাবেন যারা সব ফর্ম্যাটের ক্রিকেটেই দেশের প্রতিনিধিত্ব করেন। আর সেই কারণেই সর্বোচ্চ চুক্তির তালিকা থেকে বাদ পড়তে চলেছেন প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। এই মুহূর্তে সর্বোচ্চ এ বিভাগে রয়েছেন সাত জন ক্রিকেটার। যাঁরা ২ কোটি করে পান। বি ও সি বিভাগের প্লেয়াররা পান এক কোটি ও ৫০ লাখ করে। এ বার তার সঙ্গে যুক্ত হচ্ছে এ+। সেখানে স্বাভাবিক ভাবেই জায়গা হওয়ার কথা নয় ধোনির। কারণ তিনি টেস্ট ক্রিকেট খেলেন না। তথ্যসূত্র:যুগান্তর এমএ/১০:৫০/০৪ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EZAaWv
January 05, 2018 at 05:00AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন