ধূপগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত তুলোর গোডাউন

ধূপগুড়ি, ২৮ জানুয়ারিঃ শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হল একটি তুলোর গোডাউন। ধূপগুড়ির নেতাজি পাড়া এলাকার ঘটনা। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছয় রাতে টহলদারি পুলিশ ভ্যানও। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। অন্তর্ঘাতের জেরেই অগ্নিকান্ড ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয় অনেকেই। ক্ষতিগ্রস্ত গোডাউনটি প্রতিবেশী রাজ্য বিহারের বাসিন্দা প্রেম সাগর পারেকের। মাঝে মধ্যে তিনি এসে নিজের জায়গাটি দেখাশোনা করতেন। কিন্তু গত কয়েক বছর যাবত্ তিনি ধূপগুড়িতে আসেননি। তবে তার জায়গাটি লেপ তোষক তৈরি করে এমন কয়েকজন মানুষ দেখাশোনা করেন। গতকাল রাতে ১১ জন শ্রমিক তথা লেপ তোষক তৈরি করা শ্রমিকরা গোডাউনের পাশেই কোচিং সেন্টারের ঘরে ঘুমিয়ে ছিল। বিকট শব্দে ঘুম ভেঙে আগুনের আভাষ বুঝতে পারেন বলে জানিয়েছেন।

আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে যায় পুরসভার চেয়ারম্যান ভারতী বর্মন ও ভাইস চেয়ারম্যান তথা স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাজেশ সিং। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের প্রাথমিক আশ্রয়ের জন্যে ত্রিপল ও রান্নার সামগ্রী হাড়ি-কড়াই দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত গোডাউনটিতে বিদ্যুৎ সংযোগ নেই। স্বাভাবিক ভাবেই আগুন লাগার কারন নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। অগ্নিকান্ডের জেরে আনুমানিক ৭০ হাজার টাকার তুলো সহ তিনটি সাইকেল ও ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধূপগুড়ি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, তদন্ত করে সঠিক তথ্য বের করার চেষ্টা করছে পুলিশ।

সংবাদাদাতাঃ শুভাশিস বসাক

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DHOE0u

January 28, 2018 at 02:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top