ঢাকা, ২৬ জানুয়ারি- ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার চারদিন পর আবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে চট্টগ্রামে। শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার কামরুল ইসলাম রাব্বি। নিউজিল্যান্ডের কুইন্সটাউনে নিশ্চয়ই মন খারাপ করে ছিলেন নাঈম হাসান। খারাপ হওয়ারই কথা।ভারতের সঙ্গে যে কোয়ার্টার ফাইনালে বিধ্বস্ত হয়েছে তার দল। কিন্তু পরক্ষণেই কুইন্সটাউনে বসেই পেলেন সুখবর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী এই অফ স্পিনার। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে নিজে উজ্জ্বল ছিলেন। আরও পড়ুন:ত্রিদেশীয় সিরিজের ফাইনালের স্কোয়াডে ইমরুল তরুণ অফ স্পিনার নাঈমের দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, আমাদেরকে আরেকজন অফ স্পিনার দরকার ছিল। সে প্রতিভাবান, জাতীয় দলে আশা করি ভালো করতে পারবে। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও শুভাশিস রায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১ জানুয়ারি প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আরও পড়ুন:ত্রিদেশীয় সিরিজ ফাইনালের একাদশে কয়টি পরিবর্তন? বাংলাদেশ টেস্ট দল সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুমিনুল হক, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও নাঈম হাসান। সূত্র:আরটিভি অনলাইন এমএ/০৯:৩০/২৬ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DGUUoZ
January 27, 2018 at 03:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন