টরন্টো, ০৮ জানুয়ারি- বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে গত ২৫শে ডিসেম্বর নবগঠিত টাঙ্গাইল জেলা এসোসিয়েশন কানাডার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। স্কারবোরোর গিল্ডার ড্রাইভ পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশে বিদেশের সম্পাদক নজরুল মিন্টো। আলোচনা সভায় বক্তব্য রাখেন এসোসিয়োশনের প্রেসিডেন্ট আমিনুল সরকার ও জেনারেল সেক্রেটারী এম.এ.কাইয়ূ্ম। সাংস্কৃতিক পর্বে বিভিন্ন পরিবেশনায় ছিলেন শ্যামাকান্ত সরকার, সুনীতি সরদার, লুবনা ইয়াসমিন, সাবজুল হক(সবুজ), ডানা, নাফিজ, এবং রোকসানা আহমেদ ও রণি। কবিতা আবৃতিতে ছিলেন ড.প্রশান্ত সরদার এবং মাহিনূর আক্তার। হাসি নয়তো প্রাণে বাঁচা হাসির কৌতুকে অনুষ্ঠানের প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন ড.নূরুন্নাহার শিরীন এবং শাহনাজ বেগম। রাত দশটা পর্যন্ত হলভর্তি দর্শক মনোমুগ্ধকর এ আয়োজন উপভোগ করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CVLKny
January 09, 2018 at 12:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top