ইসলামাবাদ, ০৬ জানুয়ারি- অদূর ভবিষ্যতে ভারতের বিপক্ষে খেলার কথা ভুলে গিয়ে তার পরিবর্তে অবকাঠামো উন্নয়নের দিকে নজর দিতে নিজ দেশের ক্রিকেট বোর্ডর প্রতি পরামর্শ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক কোচ ও অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তিনি বলেন, তারা (ভারত) আমাদের সঙ্গে খেলতে চায় না। তাহলে কি করার আছে। ভারতের সঙ্গে না খেললে আমাদের ক্রিকেট মরে যাবে না। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং তাদের কথা ভুলে যেতে হবে। আরও পড়ুন: আইপিএলে ইতিহাস, রেকর্ড ১৭ কোটিতে বিরাট তারা গত ১০ বছর যাবত আমাদের সাথে খেলছে না, তাতে কি হয়েছে আমাদের ক্রিকেটের কি অধঃপতন হয়েছে? না, আমরা ভাল করছি। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় একটা উদাহরণ। পাকিস্তানে ক্রিকেটে মরবে না। ২০০৯ সাল থেকে নিজ মাঠে খেলা না হওয়া সত্ত্বেও আমরা আন্তর্জাতিক ক্রিকেটে টিকে আছি ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ২০১২ সালের পর ভারত-পাকিস্তানের মধ্যে কোন দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়নি। সূত্র: ঢাকাটাইমস২৪ আর/১২:১৪/০৬ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m6hSex
January 06, 2018 at 06:54AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন